ইসমাইল, চাঁপাইনবাবগঞ্জ: বিজিবি মহাপরিচালকের নির্দেশক্রমে বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি সীমান্তে অস্ত্র চোরাচালানের ব্যাপারে সজাগ রয়েছে এবং বেসামরিক প্রশাসনকে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করে যাচ্ছে। মহাপরিচালকের সেই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে গত ১৪ নভেম্বর ২০২৩ তারিখ আনুমানিক রাত ৭.০০ ঘটিকা হতে ৯.০০ ঘটিকার মধ্যে ৫৯ বিজিবি’র তেলকুপি বিওপির দায়িত্বপূর্ন এলাকা দিয়ে চোরাকারবারী কর্তৃক তেলকুপি গ্রামের ভোলামারী নামক স্থান দিয়ে অবৈধ অস্ত্র এবং বিপুল পরিমান গুলি চোরাচালান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়।
এপ্রেক্ষিতে অভ্র ব্যাটালিয়নের হাবিলদার ফিরোজ হোসেন এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল তেলকুপি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮০/১-এস হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের ভোলামারী নামক স্থানে কৌশলগত অবস্থান নেয়। অতঃপর আনুমানিক রাত ৮:৩০ ঘটিকায় ০১ জন লোক পায়ে হেটে কয়নাদিয়া গ্রামে যাওয়ার পথে বিজিবি টহল দল তাকে চ্যালেঞ্জ করলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে।
পরবর্তীতে টহল দল তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তি মোঃ মাহাবুব আলী (৩৫), পিতা-মোঃ জাবুল হোসেন, গ্রাম-তেলকুপি লম্বাপাড়া, পোস্ট-মোল্লাটোলা, খানা- শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ এর দেহ তল্লাশী করে ০১টি বিদেশী পিস্তল, ০২টি ম্যাগাজিন এবং ৩৬ রাউন্ড গুলি পাওয়া যায়। আটককৃত আসামী, বিদেশী পিস্তল, ম্যাগাজিন এবং গুলি মামলা শিবগঞ্জ থানায় প্রক্রিয়াধীন।
হস্তান্তরের কার্যক্রম উল্লেখ্য যে, রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত ১১ মাসে সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায়। অভিযান পরিচালনা করে ১০ জন আসামীসহ ১৩টি দেশী/বিদেশী পিস্তল, ৮০ রাউন্ড গুলি এবং টি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।
Leave a Reply