চাঁপাই এক্সপ্রেস নিউজ : চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে শিবগঞ্জ উপজেলার বহলাবাড়ী মোড় এলাকায় পণ্যবাহী ট্রাকের সাথে যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষে এনামুল হক (৫০) নামের একজন নিহত হয়েছেন।
নিহত এনামুল শিবগঞ্জ উপজেলার ছোট চকঘোড়াপাখিয়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে।
শিবগঞ্জ থানর ওসি জানায়, নিহত এনামুল শুক্রবার সন্ধ্যায় রিকশাভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। পথে বহালাবাড়ী এলাকায় বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি অজ্ঞাত ট্রাক রিকশাভ্যানকে ধাক্কা দিলে এনামুল রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায়।
Leave a Reply