চাঁপাই এক্সপ্রেস নিউজ : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকের ধাক্কায় ইলিয়াস আলী (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। নিহত ইলিয়াস চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহরপুর গ্রামের মৃত সাবের আলী ছেলে।
সোমবার (২৭ নবেম্বর) বিকালে চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার সাঁকো পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, নাচোলে রাস্তা পারাপারের সময় ট্রাকের সাথে ধাক্কা লেগে গুরুতর আঘাত হয় ইলিয়াস। পরে স্থানীয়রা তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী মেডিকেল যাওয়ার পথে গোদাগাড়ী নামক স্থানে তার মৃত্যু হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
Leave a Reply