চাঁপাই এক্সপ্রেস নিউজ : নাচোলে ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় রোরো ধানবীজ(হাইব্রীড)আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও পান্তিক কৃষকদের মাঝে বীনামূল্যে হাইব্রীড ধানবীজ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার (২৯ নভেম্বর) সকাল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রনোদনার ধানবীজ বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) সবুজ হাসান, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার রাইহানুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার রাকিবুল হাসান, আমিনুল ইসলাম, রবিউল ইসলাম ও আবু সাইদ। উপজেলা কৃষি অফিসার জানান, এবছর হাইব্রীড ধানবীজ ৩ হাজার ৪শ’ জন কৃষকের প্রত্যেককে ২ কেজি করে ধানবীজ দেওয়া হচ্ছে।
Leave a Reply