ইসমাইল, চাঁপাইনবাবগঞ্জ: পৌরসভায় পাঠান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসছে নতুন বছর ২০২৪ ইং সালে বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার ৫ বছরের উর্দ্ধে শিশুদের বিদ্যালয়ে ৩১ডিসেম্বর এর মধ্যে ভর্তি ও শিক্ষার মান উন্নয়ন ও জনসচেতনতা মূলক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় পাঠান পাড়া সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মারুফুল হক এর সভাপতিত্বে র্যালীটি স্কুল প্রাঙ্গন হতে বাহির হয়ে বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকা পরির্দশন শেষে পুনরায় স্কুল প্রাঙ্গনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও বিদ্যালয়ের সভাপতি জিয়াউর রহমান আরামন। র্যালিটির শুরুতে মোনাজাত পরিচালনা করেন পাঠান জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ আমানুল্লাহ।
র্যালীতে অংশগ্রহণ করেন স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ মোঃ মনিরুজ্জামান মুনির, প্রিন্স, আসরাফুল আম্বিয়া সাগর, সাইদুর রহমান, মতিউর রহমান সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল হক জানান ৫ বছর বয়সের শিশুদের শিশু শ্রেনিতে, ৬ বছর উর্দ্ধের বয়সের শিশুকে প্রথম শ্রেনিতে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ক্যাচমেন্ট এলাকার শিশুদের ভর্তি হতে উদ্বুদ্ধ করতে এ ধরনের ব্যতিক্রমী আয়োজন। স্থানীয় ও বিদ্যালয়ে অধ্যায়নরত কয়েকজন ছাত্র ছাত্রীর অভিভাবকের সাথে কথা বলে জানা যায় পাঠানপাড়া স্কুলের প্রধান শিক্ষকের ব্যতিক্রমী আয়োজন স্কুলের অভূতপূর্বক সাফল্যের কথা উল্লেখ করে প্রধান শিক্ষকের প্রশংসা করেন তাঁরা।
Leave a Reply