চাঁপাই এক্সপ্রেস নিউজ : চাঁপাইনবাবগঞ্জে সাড়ে তিন কেজি হেরোইনসহ মো. তৌফিকুল ওরফে তৌফিক (৪০) নামের একজনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর হাকিমপুর পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক তৌফিক ওই গ্রামের মৃত এততাজ মাঝীর ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিক্তিতে র্যাব-৫, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর হাকিমপুর পশ্চিমপাড়া গ্রামে মো. তৌফিকুল ওরফে তৌফিক নিজ বাড়িতে হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে মজুত রেখে অবস্থান করছে। বিষয়টি জানার পরই র্যাবের গোয়েন্দা দল নৌকা যোগে পদ্মা নদী পার হয়ে ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় ২ জন ব্যক্তি বাড়ির ভিতর হতে পালানোর চেষ্টাকালে তৌফিককে আটক করলেও অপরজন পালিয়ে যায়। এ সময় তৌফিকের শয়ন কক্ষে আনুমানিক ২ ফুট মাটির নীচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় সাড়ে তিন কেজি হেরোইন উদ্ধার করা হয় ।
এই ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply