নিজস্ব প্রতিবেদক: জেলা শহরের স্কুল কলেজ রোডের ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুল এই পিঠা উৎসবের আয়োজন শনিবার (২ ডিসেম্বর) বেলা ১১ টায় বিদ্যালয়টির চত্বরে পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.রুহুল আমিন।
উৎসবে অভিবাবক ও শিক্ষার্থীরা ২২ টি স্টলে তাদের তৈরি স্থানীয় ও দেশীয় প্রায় ৩০/৪০ রকমের বিভিন্ন পিঠা প্রদর্শন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি শামসুজ্জামান বাবুসহ বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবক বৃন্দরা।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বলেন, এই উৎসবের মধ্যে দিয়ে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির সাথে পরিচিত হবে, এছাড়া অভিবাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মিলন মেলার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের মনন মেধার বিকাশ ঘটবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
Leave a Reply