আখতারুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ: রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) দুপুরে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গোবরাতলা সদর দপ্তরে কেক কেটে প্রীতিভোজের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
উক্ত অনুষ্ঠানে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কিবরিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন ও জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান (পিপিএম), রাজশাহী সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তরের কমান্ডার কর্ণেল ইমরান ইবনে এ রউফ, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)’র অধিনায়ক লে. কর্ণেলোম নাহিদ হোসেন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, চাঁপাই প্রেসক্লাবের সভাপতি ও খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক দৈনিক জনবানী পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল রানা, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি আবদুল ওহাব, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম, গ্লোবাল টেলিভিশনের ফারুক হোসেন। সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ।
Leave a Reply