আখতারুজ্জামান : দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) ৮২তম কার্যনির্বাহী কমিটির মিটিং এ যোগদিতে নেপালের রাজধানী কাটমুন্ডু পৌঁছেছেন সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ইয়াং ইন্টারপেনার ফোরামের নির্বাহী সদস্য এরফান গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক সিআইপি মাহবুব আলম। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ দলের প্রতিনিধিগণ কাঠমুন্ডুতে পৌঁছেছেন ।
প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও এফবিসিসিআই এর সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাথে আছেন সহ-সভাপতি শাফকাত হায়দারসহ ৮ সদস্যের প্রতিনিধি দল। মিটিং এ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ব্যবসা বাণিজ্য বিষয়ক বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হবে।
Leave a Reply