ইসমাইল, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার। ১৯ টি বিশেষ চাবি সহ তাকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সার্কিট হাউস গেটের সামনে থেকে আটক করা হয়।
আটককৃত আসামি হচ্ছেন, রাজশাহী জেলার কেশবপুর মহল্লার কাউছার আলী’র ছেলে মহব্বত আলী রয়েল (২৭) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের পাঠানো সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার ছাইদুল হাসান (পিপিএম সেবা) নির্দেশে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল উদ্দিন সরদারের তত্ত্বাবধানে এসআই আসগর আলী’র নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আটক করা হয়।
আটক আসামির দেয়া তথ্যে রাজশাহী মহানগর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পরবর্তীতে আসামীর দেখানো তথ্যে শিবগঞ্জ থানার পিরোজপুর গ্রামে অভিযান পরিচালনা করে ১ টি ১৫০ সিসি এ্যাপাচি মটরসাইকেল উদ্ধার করা হয়। এর সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
উক্ত মোটরসাইকেল উদ্ধার ও আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায়।
Leave a Reply