চাঁপাই এক্সপ্রেস নিউজ : জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জের সরকারি মোবাইল নম্বর ক্লোন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জের অফিসিয়াল ফেসবুক একাউন্ট থেকে পোস্টের মাধ্যমে এই তথ্য জানায় জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ।
পোস্টে জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ সকলের অবগতির জন্য জানায়, জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জের সরকারি মোবাইল নাম্বারটি (০১৩১৮৩২০১০০) ক্লোন করা হয়েছে। ক্লোনকৃত নাম্বার থেকে বিভিন্ন ব্যক্তিকে হুমকি, অসত্য তথ্য পরিবেশন, টাকা চাওয়া ইত্যাদি করা হচ্ছে। সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ করেছেন তিনি।
Leave a Reply