চাঁপাই এক্সপ্রেস নিউজ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনেই নৌকার প্রার্থীরা জয়ী হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তা এ.কে.এম গালিভ খান এই ফলাফল ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। নৌকা প্রতীক নিয়ে তিনি ৭৪ হাজার ১৪৩ ভোট পেয়েছেন। শিমুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৬৫ হাজার ৯০০ ভোট।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান। তিনি নৌকা প্রতীক নিয়ে তিনি ১ লাখ ১৫ হাজার ৫১টি ভোট পেয়েছেন। জিয়াউর রহমানের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাস পেয়েছেন ৬৬ হাজার ৪৪৫টি ভোট।
চাঁপাইনাববগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বিশ্বাস। নৌকা প্রতীক নিয়ে তিনি ৯১ হাজার ৬০৩ ভোট পেয়েছেন। আব্দুল ওদুদ বিশ্বাসের নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী মাওলানা আব্দুল মতিন নোঙ্গর প্রতীক নিয়ে ৮ হাজার ৫৪৩ ভোট পেয়েছেন।
চাঁপাই এক্সপ্রেস/পিআর
Leave a Reply