চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মহাডাঙ্গা এলাকার ঢাবা মাঠে স্বপ্না আক্তার জেসমিন হত্যা-পরবর্তী পুড়িয়ে দেওয়ার ঘটনায় ৩ নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান বলেন, সুদের টাকা লেনদেনকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে স্বপ্না আক্তার জেসমিনকে হত্যা করা হয়। হত্যা-পরবর্তী তাকে যেন কেউ চিনতে না পারে সেই জন্য তাকে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়া হয়। খবর পেয়ে পুলিশ অজ্ঞাত অবস্থায় স্বপ্না আক্তার জেসমিনের ঝলসানো মরদেহ উদ্ধার করে। এরপর তদন্ত শুরু করে পুলিশ। এর একপর্যায়ে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের মূল হোতা শরিফুল ইসলামসহ এই ঘটনার সঙ্গে জড়িত পারভীন, আয়েশা বেগম ও লেতুন জেরা নামের ৪ জনকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত হাঁসুয়াসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।
ওসি মিন্টু রহমান আরো জানান, স্বপ্না আক্তার জেসমিন হত্যা মামলার মূল আসামি দোষ স্বীকার করে মঙ্গলবার বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন। পরর্বতীতে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।
চাঁপাই এক্সপ্রেস/এনআরবি
Leave a Reply