শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জে বিজয়ী নৌকা প্রার্থীর ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও তার সমর্থকদের বিরুদ্ধে ট্রাক প্রতীকের প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের সমর্থকদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের পাল্টা সংবাদ সম্মেলন করেছেন নৌকা মার্কার উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মির্জা শাহাদাত হোসেন খুররম।
বুধবার (১০ জানুয়ারি) দুপুরে শিবগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ে আহ্বায়কের পক্ষে মিছিল করার সময় মোবারকপুরে নারী নেত্রী নুরজাহান বেগম অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। একই সঙ্গে নৌকা মার্কার সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেন তিনি। তিনি আরো বলেন, সৈয়দ নজরুল ইসলামের সন্ত্রাসী বাহিনী নয়ালাভাঙ্গা, শিবগঞ্জ পৌরসভার পিঠালীতলা, মোবারকপুর, বিনোদপুরের বিশ্ব নাথপুর-বাখোরালীসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও নৌকার প্রার্থীর সমর্থকদের আহত করেছে। এমনকি তারা এখনো নৌকার সমর্থকদের বিভিন্নভাবে হুমকি দেয়া অব্যাহত রেখেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের য্গ্মু সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, দাইপুখুরিয়া ইউপি চেয়ারম্যান আলোমগীর রেজা, চককীতি ইউপি চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা, বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামিল উদ্দিন ও কামরুল আহসান আপেলসহ জেলা-উপজেলা পর্যায়ের আাওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, শিবগঞ্জ থানা পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করে আসছে। কারো পক্ষপাতিত্ব করার কোন প্রশ্নই উঠে না। অপরাধী যেই হোক না, কোন ছাড় দেয়া হবে না। লিখিত বক্তব্য পাঠ করেন শিবগঞ্জ পৌর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব কারিবুল হক রাজিন। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৭ জানুযারী দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম পরাজিত হয়ে তার সমর্থকরা দাদনচকে নৌকার সমর্থক কামালের বাড়িতে হামলা। নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর তাঁতীপাড়ায় হিন্দু সম্প্রদায়ের মন্দির-ক্লাব ও সুকুমারসহ কয়েকজনের বাড়িতে হামলা ও ভাঙচুর করে। একইদিন রাতে বিজয় মিছিল করার সময় মোবারকপুরে নারী নেত্রী নুরজাহান বেগম অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।
একই সঙ্গে নৌকা মার্কার সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেন তিনি। তিনি আরো বলেন, সৈয়দ নজরুল ইসলামের সন্ত্রাসী বাহিনী নয়ালাভাঙ্গা, শিবগঞ্জ পৌরসভার পিঠালীতলা, মোবারকপুর, বিনোদপুরের বিশ্ব নাথপুর-বাখোরালীসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও নৌকার প্রার্থীর সমর্থকদের আহত করেছে। এমনকি তারা এখনো নৌকার সমর্থকদের বিভিন্নভাবে হুমকি দেয়া অব্যাহত রেখেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের য্গ্মু সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, দাইপুখুরিয়া ইউপি চেয়ারম্যান আলোমগীর রেজা, চককীতি ইউপি চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা, বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামিল উদ্দিন ও কামরুল আহসান আপেলসহ জেলা-উপজেলা পর্যায়ের আাওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, শিবগঞ্জ থানা পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করে আসছে। কারো পক্ষপাতিত্ব করার কোন প্রশ্নই উঠে না। অপরাধী যেই হোক না, কোন ছাড় দেয়া হবে না।
Leave a Reply