চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদক ও মোটরসাইকেল সহ ১জন গ্রেপ্তার – চাঁপাই এক্সপ্রেস.কম
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদক ও মোটরসাইকেল সহ ১জন গ্রেপ্তার

  • আপডেটের সময় : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (৫৯বিজিবি) অভিযানে তালিকাভূক্ত মাদক ব্যবসায়ীকে ১.৫৬৫ কেজি ভারতীয় হেরোইন, ১৯৮৫ পিস ইয়াবা, ১৫ বোতল ফেন্সিডিল এবং ১টি মোটর সাইকেলসহ গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) দুপুর ১২ টা হতে দুপুর ২:৩০ মিনিটের মধ্যে সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কয়লাবাড়ী বিজিবি ভেহিক্যাল স্ক্যানার এলাকা দিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য চোরাচালানের সম্ভাবনা রয়েছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রহনপুর ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপির নায়েক মোঃ সেলিম রেজা এর নেতৃত্বে একটি চৌকষ টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪/৪ এস হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী বিজিবি ভেহিক্যাল স্ক্যানার চেকপোষ্ট এলাকায় গাড়ী তল্লাশী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনার সময় সোনামসজিদ হতে কানসাট যাওয়ার পথে অদ্য দুপুর ১টার সময় একটি মোটর সাইকেল তল্লাশী করে মোটর সাইকেলের ক্যারিয়াতে কালো ব্যাগে ঝুলানো অবস্থায় ১.৫৬৫ কেজি ভারতীয় হেরোইন, ১৯৮৫ পিস ইয়াবা, ১৫ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।

এপ্রেক্ষিতে উক্ত মোটর সাইকেল আরোহী মোঃ শাহাদত হোসেন (২৩), পিতা-মোঃ আব্দুর রশিদ, গ্রাম-কাগমারী, পোষ্ট-আজমতপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে মোটর সাইকেলসহ আটক করা হয়। আটককৃত আসামীকে মামলা করতে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। উল্লেখ্য, আটককৃত আসামী এলাকার তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী এবং তার নামে থানায় একাধিক মামলা রয়েছে।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©২০২৪ চাঁপাই এক্সপ্রেস ডটকম
Design By Raytahost
raytahost14