নিজস্ব প্রতিবেদক: জেলা শিক্ষা অফিস এই প্রতিযোগিতার আয়োজনে মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এই ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনিছুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, জেলা শিক্ষা অফিসার মো.আব্দুর রশিদসহ বিভিন্ন স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান’রা উপস্থিত ছিলেন।
জেলা পর্যায়ের এই ক্রীড়া প্রতিযোগিতায় জেলা সদরসহ বিভিন্ন উপজেলার স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
Leave a Reply