ইসমাইল, চাঁপাই এক্সপ্রেস নিউজ : বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক, সাবেক কৃষক লীগ নেতা আব্দুল হাকিম চাঁপাইনবাবগঞ্জের একমাত্র ৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শন করেছেন।
এসময় তিনি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে কথা বলেন। উক্ত হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে। এবং অসহায় গুরুতর রোগীর মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করে তিনি।
শনিবার (০৩ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের হুজরাপুর ডায়াবেটিক সমিতির নতুন ভবনের হাসপাতালে তিনি নিজে পরিদর্শন করে এবং অর্থ সহায়তা প্রদান করে।
এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ডায়াবেটিক সমিতির পরিচালক ডা: দুরুল হুদা। এছাড়াও ছিলেন, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আয়াত আল নূর, পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মুসা সহ অন্যান্যরা।
Leave a Reply