নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
শনিবার রাত ২ টায় সমায় উপজেলার কানসাট–ভোলাহাট সড়কের মোবারক পুর ইউনিয়নের দায়পুকুরিয়া ঈদগাহ মাঠ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৬ ডাকাতকে আটক করে।
আটককৃতরা হলো- শিবগঞ্জ উপজেলা শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের মিজানুর রহমানের ছেলে গোলাম রাব্বানী (২২) একই গ্রামের মোঃ গুদু আলীর ছেলে মিলম (২৫) এবাদুল হকের ছেলে মোঃ সানাউল (১৯), শফিকুল ইসলামের ছেলে পলাশ আলী (১৯), মনিরুল ইসলামের ছেলে মিনহাজ আলি (১৯), মোঃ ভুটু আলীর ছেলে মইন হোসেন (১৯)।
শিবগঞ্জ থানার তদন্ত ওসি সুকোমল চন্দ্র দেবনাধ জানান,
আটককৃত ডাকাতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ইতপূর্বে আরো কয়েকজন ডাকাত সদস্যকে আটক করা হয়েছিল আজ ছয়জনকে আটক করা হয়েছে৷ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply