নিজস্ব প্রতিবেদক : নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোজাহারুল ইসলাম তরু বলেছেন ধর্মীয় চেতনা ছাড়া পৃথিবী এগোতে পারে না। যতই আইন অনুশাসন সমস্ত ধর্মীয় চেতনা থেকেই এসেছে বলে জানান তিনি।
রবিবার (০৪ ফেব্রুয়ারী) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের সোনার মোড় বালিগ্রাম তা’লীমুল কুরআন নুরানি মাদ্রাসার আয়োজনে অভিভাবক সমাবেশ, নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বক্তব্যে এসব কথা বলেন।
উক্ত অনুষ্ঠানে বালিগ্রাম তা’লীমুল কুরআন নুরানি মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আমানুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম, আব্দুল হান্নান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসা প্রধান শিক্ষক মুফতি শাহ্ ওলিউল্লাহ্। অনুষ্ঠানে সার্বিক উপস্থাপনা করে জেলা মডেল মসজিদের ইমাম মুখতার আলী সহ অত্র মাদ্রাসা কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ।
মাদ্রাসায় ভালো রেজাল্ট করায় ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
Leave a Reply