মাদক সেবনকালে ছাত্রলীগ নেতা হাতেনাতে ধরা – চাঁপাই এক্সপ্রেস.কম
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৭ অপরাহ্ন
ব্রেকিং
কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করবে না পুলিশ : এসপি চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে ডুবে দুজনের মৃত্যু চেম্বারে আব্দুল ওয়াহেদ পরিষদের বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন চাঁপাইনবাবগঞ্জ জেলার নব নিযুক্ত ডিসি আব্দুস সামাদ নাচোলে সার ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র ফেন্সিডিল উদ্ধার, আটক ২ পদ্মা নদীতে গোসল করতে নেমে ডুবে মৃত্যু হয়েছে এক শিশুর সোনামসজিদ স্থলবন্দরে অনিয়ম, দুর্নীতি বন্ধের বিরুদ্ধে মানববন্ধন নবাবগঞ্জ শহরের প্রাণকেন্দ্র থেকে দেশী অস্ত্র ও মাদক উদ্ধার করেছে র‍্যাব গোমস্তাপুরে মাসকলাই এর বীজ ও সার বিতরণ

মাদক সেবনকালে ছাত্রলীগ নেতা হাতেনাতে ধরা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪

ডেস্ক নিউজ : নওগাঁর বদলগাছীতে মাদকসেবনের দায়ে ছাত্রলীগ নেতাসহ দুজনকে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতু। এ সময় থানা পুলিশসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার জিধিরপর গ্রামের মৃত শামসুল হকের ছেলে সুমন হোসেন (৩৫) এবং শ্রীকৃষ্ণপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে এবং বদলগাছী বঙ্গবন্ধু মহাবিদ্যালয়ের কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি সাব্বির হোসেন বাপ্পি (৩২)।

খোঁজ নিয়ে জানা যায়, দণ্ডপ্রাপ্ত সুমন হোসেন ও সাব্বির হোসেন বাপ্পি কলেজপাড়া এলাকায় মাদকসেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় তাদের আটক করা হয়। পরে আটককৃতদের দুজনকেই এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং সাব্বিরের ২০০ টাকা ও সুমনের ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত সাব্বির হোসেন বাপ্পি বদলগাছী বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রলীগের সহসভাপতি নিশ্চিত করে বদলগাছী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সুমন হোসেন।

তিনি বলেন, আমি শুনেছি মাদক সেবনকালে কারও তথ্যের ওপর নির্ভর করে সেখানে অভিযান চালানো হয়েছে। পরে তাদের দণ্ড দেওয়া হয়েছে।

আপনার কিছু করার আছে কিনা এমন প্রশ্নে তিনি আরও বলেন, এটা আমাদের উপজেলা ছাত্রলীগের অধীনে না। পুরোপুরি জেলা ছাত্রলীগের এখতিয়ার। তাই আমরা চাইলেও কোনো পদক্ষেপ নিতে পারব না। তবে বিষয়টি জেলা ছাত্রলীগের এক নেতাকে জানানো হয়েছে।

মাদক সেবনের দায়ে উভয়দণ্ড প্রদানের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে ভ্রাম্যমাণ বিচারক আতিয়া খাতুন বলেন, আমাদের এধরনের অভিযান চলমান ও অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©২০২৪ চাঁপাই এক্সপ্রেস ডটকম
Design By Raytahost
raytahost14