নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ফকিরপাড়া পানির ট্যাংকির ছাদের উপর থেকে একাধিক মামলার পলাতক আসামি, দুর্ধর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডারসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি আভিযানিক দল।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমতলা ফকিরপাড়ার মৃত শহীদুল ইসলাম শহীদের ছেলে রাব্বি হোসেন (২২) ও চুনারিপাড়ার রুপলাল আলীর ছেলে ইয়াসিন আলী ওরফে ইদু (২০)।
জেলা পুলিশ সুপার মো. ছাইদুল হাসান পিপিএম এর সার্বিক নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি মো. শহিদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই মো. আসগর আলী’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান টি পরিচালনা করে।
জানাগেছে, গোপন সংবাদ এর ভিত্তিতে ১৩ ফেব্রুয়ারি ভোর ৫ টার দিকে ফকিরপাড়া পানির ট্যাংকীর ছাদের উপর থেকে ২ যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় পানির ট্যাংকির সিঁড়ির ছাদে রাত যাপন করে আসছিল। এ ঘটনায় সদর মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চাঁপাই এক্সপ্রেস/পিআর
Leave a Reply