কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় নিখোঁজের ১০ দিন পর আরিফা নামে ৮ বছরের এক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে ভোলাহাট থানা পুলিশ।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এশার নামাজের পরে উপজেলার দলদলী ইউনিয়নের মধ্য খরকপুর কুঁইচাটোলা গ্রামে নিখোঁজ কন্যা শিশুর বাড়ি থেকে দক্ষিণে ৪ টা বাড়ির পর বিধবা বৃদ্ধ মহিলা হিরুর বাড়ির পেছনে একটি বস্তা দেখতে পায় তার মেয়ে সেতারা।
পরে এলাকাবাসী মধ্যে জানাজানি হলে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি বিকেল ৪ টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় আরিফা। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর না পেয়ে থানায় ডায়রি করে তার বাবা।
এ বিষয়ে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ ওসি সুমন কুমার বলেন, হত্যাকাণ্ডের পেছনের রহস্য উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ। সিআইডি ও পিবিআই ফরেন্সি দলকে জানানো হয়েছে। তাঁরা এসে লাশ পরীক্ষা নিরীক্ষা করবে।
আহসান আলীর কন্যা আরিফার হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর পিতা-মাতা ও এলাকাবাসী হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
চাঁপাই এক্সপ্রেস/এইচএ
Leave a Reply