নিজস্ব প্রতিবেদক: গত ১৫ ফেব্রুয়ারী ২০২৪ থেকে ১৭ ফেব্রুয়ারী ২০২৪ অনুষ্ঠিত “৬ষ্ঠ সোতোকান কারাতে প্রতিযোগিতা-২০২৪” এ চ্যাচ্যাম্পিয়নস কারাতে-কারাতে-দো একাডেমি বাংলাদেশ এর আবারো পদক অর্জন করেছে।
পদক অর্জন কারী খেলোয়াড় হলেন, শাহারিয়া জাহান রিয়াদ -৪৫কেজি রৌপ্য, তাহামিদা জামান -২৫ কেজি তাম্র, শ্রাবন্তি -৪০কেজি ও একক কাতা তাম্র, অংকন -৩০কেজি তাম্র, কাইফ -৫০কেজি তাম্র।
প্রধান প্রশিক্ষক জানান, খেলাটি মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে প্রায় ৬০০জন প্রতিযোগি নিয়ে অনুষ্ঠিত। যেখান আমরা ৯জন অংশগ্রহন করে ৬জন সফল ভাবে পদক অর্জন করি। সকলে দোয়া করবেন ভবিষ্যতে যেনো আরো ভালো ফলাফল নিয়ে আমরা চাঁপাইনবাবগঞ্জের সম্মান রক্ষা করতে পারি।
Leave a Reply