শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং
শিবগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে মিল্ক কর্মসূচির কার্যক্রম পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে হুজরাপুর-ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত রাস্তার কাজের উদ্বোধন পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত নামাজরত নারীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা রাজশাহীতে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার নাচোলে ধানখেতের পাকা নালায় পাওয়া গেলো আ:লীগ নেতার মরদেহ ভারতে অনুপ্রবেশের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে ৪ জন আটক ১ লাখ ডলার দাম ছাড়িয়ে গেলো বিটকয়েন সবচেয়ে বেশি দুর্নীতি পাসপোর্ট, বিআরটিএ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় : টিআইবি রাজশাহীতে বাসের ধাক্কায় প্রাণ হারালেন গৃহবধূ

চাঁপাইনবাবগঞ্জে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় ২জন নিহত 

  • আপডেটের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় এক শিশু ও বৃদ্ধাসহ ২ জন নিহত হয়েছে।

নিহতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নীমগাছি গ্রামের মো. রুহুল আমীনের স্ত্রী মোসা. খাইরুন নেসা (৬০) ও শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কালিনগর গ্রামের মো. কাউসার আলীর ছেলে মো. রাফি (৯)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মিন্টু রহমান জানান, ২৩ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার জোড়গাছি নতুনপাড়া এলাকায় বালুভর্তি একটি ড্রাম ট্রাক পথচারী খাইরুন নেসাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।

অপরদিকে, বেলা ১১টার সময় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবতলা এলাকায় পুলিশ সার্জেন্ট একটি মোটরসাইকেল জোরপূর্বক থামাতে গেলে পেছনে থাকা একটি অটোরিক্সার সাথে ধাক্কা লেগে অটো উল্টে যায়।

এ সময় অটোরিক্সায় মায়ের সাথে থাকা শিশু রাফি রাস্তায় ছিটকে পড়লে মুখমন্ডল থেতলে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাফিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে সে মারা যায়।

আর এই শিশুর মৃত্যুর ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সড়ক অবরোধ করে। প্রায় আধা ঘণ্টা যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

ঘটনাস্থলে সদর মডেল থানার ওসি মিন্টু রহমান জানান, তদন্ত শেষে অবশ্যই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে সেই সার্জেন্টের বিরুদ্ধে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2024 চাঁপাই এক্সপ্রেস.কম
Design By Raytahost
raytahost14