ডেস্ক নিউজ : রমজানের বাকি কয়েকদিন ঠিক তার আগেই হঠাৎ ২০ টাকা চিনির দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায় চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)। মূল্যবৃদ্ধির ঘোষণার কয়েক ঘণ্টা পরই সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। ফলে কেজিপ্রতি আগের দর অনুযায়ী চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ১৪০ টাকাই বহাল রইল।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে একই দিন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সরকারি মিলের চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ২০ টাকা বাড়িয়ে ১৬০ টাকা নির্ধারণ করার কথা জানিয়েছিল চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে এই দর ঠিক করা হয়েছে। নতুন করে কেজিপ্রতি চিনির মিলগেট ও করপোরেট সুপারশপে বিক্রয়মূল্য ১৫৫ টাকা ধার্য করা হয়েছে। আর বিভিন্ন সুপারশপ ও বাজারে সর্বোচ্চ বিক্রয়মূল্য ১৬০ টাকা ধরা হয়েছে।
এছাড়াও বিজ্ঞপ্তিতে ৫০ কেজির বস্তুজাত চিনির মিলগেট মূল্য ১৫০ টাকা (১ কেজির) নির্ধারণ করার কথা জানানো হয়েছিল। পাশাপাশি ডিলার পর্যায়ে বিক্রয়মূল্য ১৫৭ টাকা ঠিক করা হয়েছিল। চিনির এ দাম অবিলম্বে কার্যকর হওয়ার কথাও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল।
Leave a Reply