নিজস্ব প্রতিবেদক : ফেনসিডিলসহ এক নারীকে আটক করা হয়েছে বলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় জানিয়েছে।
আটক হওয়া নারী জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের চর ধুমিহায়াতপুর কুথনীপাড়ার মো. রুহুল আমিনের স্ত্রী মোসা. নাসরিন বেগম (৩৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেলের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদার জানান, তার নেতৃত্বে একটি ‘ক’ সার্কেলের একটি দল সকালে ওই রুহুল আমিনের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
অভিযানে ৭৫ বোতল ফেনসিডিলসহ ওই নারীকে আটক করা হয়। তবে তার স্বামী রুহুল আমিন পালিয়ে যায়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা হয়েছে বলে তিনি জানান।
Leave a Reply