নিজস্ব প্রতিবেদক : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক জনাব মোহাম্মদ আনিছুর রহমান খাঁন এর সার্বিক দিক নির্দেশনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ ক-সার্কেলের পরিদর্শক জনাব মোঃ ইলিয়াস হোসেন তালুকদার এর নেতৃত্বে একটি আভিযানিক টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৬ মার্চ অভিযান চালায়।
চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানার রানীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর পাঠানপাড়া এলাকাস্থ মোহাম্মদ হোসেন এর বসত বাড়ী হতে ৭.৫ (সাত দশমিক পাঁচ) কেজি গাঁজাসহ মোহাম্মদ হোসেন (৩৬), চাঁপাইনবাবগঞ্জ (গ্রেফতার) মাসুম রহমান (৩৮), সাং- চক আলমপুর, সাং- কৃষ্ণগোবিন্দপুর পাঠানপাড়া, ইউপি-রানীহাটি, থানা-সদর মডেল, জেলা-চাঁপাইনবাবগঞ্জ গ্রেফতার করা হয়।
একই এলাকায় অপর অভিযানে ০৭ (সাত) বোতল ফেনসিডিল ও ১ টি মোটর সাইকেলসহ হামিদ আলী (২৬) সাং-কৃষ্ণগোবিন্দপুর এবং রুবেল আলী (৩২) সাং-চুনাখালী, সর্ব থানা সদর মডেল, চাঁপাইনবাবগঞ্জ আসামীকে গ্রেফতার করা হয়। তদের বিরুদ্ধে সদর মডেল থানায় পৃথক পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে।
প্রেস নোটে আরও জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply