নিজস্ব প্রতিবেদক : গত ০৩ এপ্রিল ২০২৪ তারিখে বিভিন্ন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে “শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদ আমার দৃষ্টি গোচর হয়।
প্রকাশিত সংবাদের সাথে বাস্তবতার কোন মিল নেই। সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার সামিল। আমি নবাবগঞ্জ সরকারি কলেজে সুনামের সহিত চাকুরী করে আসতেছি। এছাড়াও পূর্বে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ এবং নাটোর এন এস কলেজ সুনামের সাথে শিক্ষকতা করেছি।
আমার শিক্ষকতা জীবনের দীর্ঘ সময়ে নারী ঘটিত কোন ঘটনা ঘটে নাই। কিন্তু হঠাৎ করে একটি কুচক্রী মহল কিছু শিক্ষার্থীকে পুঁজি করে জনৈক এক ছাত্রীর সাথে আমাকে জড়িয়ে নানা ষড়যন্ত্রমূলক অপপ্রচার করেছে। প্রসঙ্গত উল্লেখ্য ওই মেয়ে বা মেয়ের পরিবার আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল তাদের অসৎ উদ্দেশ্য সাধনের জন্য এবং আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন অন্তঃসত্ত্বা সম্পর্কে সংবাদ প্রকাশ করেছে।
যা শুধু আমার মান-সম্মান খর্ব করার শামিল। এটি প্রমাণ করে যে প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তাই প্রকাশিত সংবাদটির তীব্র প্রতিবাদ জানিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যম কর্মীদের অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী :
আব্দুল খালেক চৌধুরীর (সহযোগী অধ্যপক) হিসাব বিজ্ঞান বিভাগ, নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ।
Leave a Reply