চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান।
রবিবার (২১ এপ্রিল) সকালে রাজশাহী রেঞ্জ কার্যালয়ের পদ্মা কনফারেন্স হলে রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান বিপিএম বার-পিপিএম বার এর কাছ থেকে রাজশাহী বিভাগের মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে বিশেষ ভালো কাজের জন্য বিশেষ পুরস্কার গ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ), অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার ছাইদুল হাসান বিপিএম-পিপিএম (বার) রেঞ্জ অফিসার রেঞ্জাধীন সকল জেলা ও ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য যে, গত ২০২৪ সালের মার্চ মাসে অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধার, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, ট্রাফিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তি, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে সেবা প্রদানসহ সার্বিক বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমানকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান বলেন, এই পুরস্কার প্রাপ্তিতে সহযোগিতা করার জন্য সিনিয়র স্যারদের প্রতি ও আমার থানার সকল অফিসার ফোর্সসহ সদর উপজেলাবাসী ও সকল শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি।
Leave a Reply