শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ন
ব্রেকিং
মেডিকেলে চান্স পেয়েছে মেয়ে, লেখাপড়ার খরচ নিয়ে দুশ্চিন্তা কাটছে না দিনমজুর বাবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মহিষ পাচারের চেষ্টা বিজিবির অভিযানে আটক চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র গণ শুনানি অনুষ্ঠিত নাচোলে ছিনতাইয়ের অভিযোগে দুইজন আটক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবার উত্তেজনা, ভারতীয়দের হামলায় তিন বাংলাদেশি আহত নাচোলে তারুণ্যের উৎসব ও যুব সমাবেশ অনুষ্ঠিত অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় চাঁপাইনবাবগঞ্জ শহরের দুই ফার্মেসী কে জরিমানা শিবগঞ্জে বিজিবির অভিযানে ১৬টি মোবাইল ও ৪বোতল ফেন্সিডিল উদ্ধার নাচোলে জয় বাংলা স্লোগানের জন্য নয় বাগবিতণ্ডার জেরে হত্যা হয় দুইজন নার্স ব্যস্ত মোবাইল ফোনে অবহেলায় প্রাণ গেলো শিশু আয়ানের

চাঁপাইনবাবগঞ্জে আস্থা নাগরিক প্লাটফর্মের সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে আস্থা প্রকল্পের নাগরিক প্লাটফর্মের অভিজ্ঞতা বিনিময় বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষক ক্লাব হলরুমে ডেমোক্রেসি ওয়াচের বাস্তবায়নে ও আস্থা প্রকল্পের সহযোগিতায় এ প্লাটফর্মে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

আস্থা নাগরিক প্লাটফর্মের জেলা সভাপতি অবসরপ্রাপ্ত প্রফেসর মোঃ শাহ আলম এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ও নাগরিক প্লাটফর্মের প্রধান উপদেষ্টা ডা. মাজহারুল ইসলাম তরু।

এছাড়াও উপস্থিত ছিলেন, নাগরিক প্লাটফর্মের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক জাফরুল আলম, ডাবলু কুমার ঘোষ। আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ রেজাউল করিম এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক জোনাব আলী, আক্তারুজ্জামান, নাগরিক প্লাটফর্মের সদস্য প্রফেসর মজিবুর রহমান, হাসানুজ্জামান প্রমুখ্য।

বাস্তবায়নকারী সংগঠনের পক্ষ থেকে সংস্থা এবং আস্থা প্রকল্প সম্পর্কে অবহিত করেন আস্থা’র মনিটরিং কো-অডিনটর জাহাঙ্গীর আলম। আস্থা প্লাটফর্মের নাগরিক সংগঠনের প্রধান উপদেষ্টা ও নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ডা. মাজহারুল ইসলাম তরু বলেন, চাঁপাইনবাবগঞ্জের দুইটা সমস্যার কথা তুলে ধরে বলেন মাদক ও বাল্যবিবাহ রোধে সংগঠন কে কাজ করার আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, নাগরিক প্লাটফর্মের বিশিষ্টজনরা এই যুব ফোরাম গুলোকে দিকনির্দেশনা ও সহযোগিতার মেলবন্ধন তৈরীর মাধ্যমে যুব নেতৃত্বর বিকাশ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবেন।

সিনিয়র ফিল্ড অফিসার সুর্বণাসহ জেলার বিশিষ্ট পেশাজীবী প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকার কর্মী, আইনজীবী, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নাগরিক প্লাটফর্মের ৩ মাসের কর্মপরিকল্পনা তৈরী করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14