বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে হেরোইনের মামলায় এক যুবকের যাবজ্জীবন বাড়ি বাড়ি গিয়ে ভিজিএফের তালিকা যাচাই-বাছাই করছেন ইউএনও চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে স্বরণকালের সর্বশ্রেষ্ঠ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে কলেজ শিক্ষক ও বিএনপি নেতার নগ্ন ভিডিও ভাইরাল, অপসারণ ও শাস্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১ শিবগঞ্জে ধর্ষণের শিকার প্রতিবন্ধী শিশু আটক ৩ চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সংবর্ধনা ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ’র গণ শুনানি অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ফেন্সিডিল সহ আটক ১জন শিবির নেতা আসাদুল্লাহ তুহিন হত্যা মামলায় তিনজনের জামিন নামঞ্জুর

প্রেম করে বিয়ে, ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর লাশসহ চিরকুট উদ্ধার

  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

চাঁপাই এক্সপ্রেস ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় টেবিলের ওপর থেকে চিরকুট উদ্ধার করা হয়। প্রেম করে পরিবারের অমতে ৭-৮ মাস আগে তারা বিয়ে করেছিল।

শুক্রবার সকালে উপজেলার মুলাইদ গ্রামের মো. ফারুক খানের বহুতল ভবনের নিচ তলার এক কক্ষের একটি ফ্লাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মো. ইসরাফিল (১৭) শেরপুর জেলার ঝিনাইগাতি থানান হলদি গ্রামের মো. মফিজুল হকের ছেলে ও মোছা. রোকেয়া খাতুন (১৫) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার পস্তারি গ্রামের আবুল কাশেমের মেয়ে।

প্রেমের সম্পর্কে জড়িয়ে গত ৭-৮ মাস আগে তারা পরিবারের অমতে বিয়ে করেন। তারা দুজনই শ্রীপুরের মুলাইদ গ্রামের মো. ফারুক হোসেনের বহুতল ভবনে ভাড়া থেকে ইসরাফিল স্থানীয় একটি ওয়ার্কসপে ও রোকেয়া স্থানীয় একটি কারখানায় কাজ করতেন।

নিহত রোকেয়ার ভাই মো. বোরহান উদ্দিন বলেন, ৭-৮ মাস আগে পরিবারের অমতে তারা বিয়ে সম্পর্কে জড়িয়েছিল। তাদের সম্পর্ক ভালই চলছি। সম্প্রতি ইসরাফিল তার বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে গিয়েছিল। পরে বৃহস্পতিবার তাদের বুঝিয়ে বাসায় আনা হয়েছিল। সকালে তাদের মৃত্যুর খবর পাই।

নিহত ইসরাফিলের বাবা মফিজুল হক জানান, পাশাপাশি ফ্ল্যাটে বসবাস করতেন তারা। পরিবারের রান্নার কাজ তারা ইসরাফিলের ফ্ল্যাটে করতেন। শুক্রবার সকালে ইসরাফিলের ফ্ল্যাটের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে যান এবং ইসরাফিলকে ওড়নায় পেঁচানো ঝুলন্ত অবস্থায় এবং রোকেয়ার মরদেহ খাটের ওপর বিছানায় দেখতে পান। পরে পাশ থেকে একটি চিরকুট পাওয়া গেছে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে স্বামী স্ত্রী মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রথমে স্ত্রী আত্মহত্যা করে। স্ত্রী আত্মহত্যার বিষয়টি স্বামী সইতে না পেরে তিনি আত্মহত্যা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14