নিজস্ব প্রতিবেদক : জেলা পরিষদ এর উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় জেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন মন্ডল সম্মেলন কক্ষে এই উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের উপদেষ্টা সংরক্ষিত আসনের সংসদ সদস্য জারা জাবীন মাহবুব।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিনের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল বিশ্বাস, শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মুনিরুল ইসলাম, জেলা পরিষদের নির্বাচিত সদস্য ও (প্যানেল চেয়ারম্যান-১) আব্দুল জলিল মাসুদ(সদর), সদস্য তারিকুজ্জামান সুমন (নাচোল), সদস্য আব্দুস সালাম (শিবগঞ্জ), সদস্য হোসনে আরা পাখি (ভোলাহাট), সদস্য কবির খান (গোমস্তাপুর), জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য (সদর) তাসলিমা খাতুন, সংরক্ষিত নারী সদস্য সাবিহা শবনম কেয়া, জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহেদসহ পরিষদের কর্মকর্তা বৃন্দ।
সভায় নবনির্বাচিত সংরক্ষিত আসনের সংসদ সদস্য জারা জাবীন মাহবুবকে জেলা পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে বিগত অর্থ বছরের এডিপি ও রাজস্ব উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ও সিধান্ত গৃহীত হয়।
Leave a Reply