নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে নানীর বাড়িতে বেড়াতে এসে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে ডুবে আব্দুল্লাহ আল-মুকিম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) বিকেল তিনটার দিকে সদর উপজেলার পলশা জেলে পাড়া এ ঘটনা ঘটে। মৃত আবদুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়নশুকা বিশ্বাস পাড়ার আতাউর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, সদর উপজেলার পলশা জেলে পাড়ায় নানির বাড়িতে বেড়াতে এসে মহানন্দা নদীতে গোসল করতে নেমেছিলেন আব্দুল্লাহ। এসময় নদীতে তলিয়ে যায় সে। পরে স্থানীয়রা ও ডুবরী দল আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাকছুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান নানার বাড়িতে বেড়াতে গিয়ে আব্দুল্লাহ নামে এক শিশুর মৃত্যু হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply