রাবি চিকিৎসক যৌন হয়রানির দায়ে চাকরিচ্যুত – চাঁপাই এক্সপ্রেস.কম
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫২ অপরাহ্ন
ব্রেকিং
কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করবে না পুলিশ : এসপি চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে ডুবে দুজনের মৃত্যু চেম্বারে আব্দুল ওয়াহেদ পরিষদের বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন চাঁপাইনবাবগঞ্জ জেলার নব নিযুক্ত ডিসি আব্দুস সামাদ নাচোলে সার ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র ফেন্সিডিল উদ্ধার, আটক ২ পদ্মা নদীতে গোসল করতে নেমে ডুবে মৃত্যু হয়েছে এক শিশুর সোনামসজিদ স্থলবন্দরে অনিয়ম, দুর্নীতি বন্ধের বিরুদ্ধে মানববন্ধন নবাবগঞ্জ শহরের প্রাণকেন্দ্র থেকে দেশী অস্ত্র ও মাদক উদ্ধার করেছে র‍্যাব গোমস্তাপুরে মাসকলাই এর বীজ ও সার বিতরণ

রাবি চিকিৎসক যৌন হয়রানির দায়ে চাকরিচ্যুত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা কেন্দ্রের উপপ্রধান ডা. রাজু আহমেদ কিশোরীকে যৌন হয়রানি করার দায়ে স্থায়ীভাবে চাকরিচ্যুত হয়েছেন। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ৫৩১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।

নাম প্রকাশ না করার শর্তে এক সিন্ডিকেট সদস্য তথ্যটি নিশ্চিত করে বলেন, যৌন হয়রানির অভিযোগে ডা. রাজুর বিরুদ্ধে তদন্ত হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে, গত ৩০ অক্টোবর রাতে নগরীর তালাইমারীর আমেনা ক্লিনিকে দাঁতের চিকিৎসাকালে ডা. রাজুর বিরুদ্ধে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ উঠে। ঘটনাস্থলেই ভুক্তভোগীর মা ও স্থানীয়রা তাকে মারধর করে। সেদিনই নগরীর বোয়ালিয়া থানায় তার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর মা (বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা)।

এ ঘটনায় ডা. রাজুর স্থায়ী বহিষ্কার ও গ্রেফতারের দাবিতে ক্যাম্পাসে কয়েকদফা আন্দোলন হয়। পূর্বেও তার কাছে এমন হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলেন শিক্ষক-শিক্ষার্থীরা। ফলে গতবছর ৫ নভেম্বর তাকে সাময়িক বহিষ্কার করা হয় এবং অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন ও নিপীড়ন নিরোধ সেল। জানুয়ারিতে এ মামলায় জেলেও যান ডা. রাজু।

এদিকে তদন্তে অভিযোগের সত্যতা পান কমিটি। ফলে অভিযুক্তকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেন তারা। গত ১৩ ফেব্রুয়ারী অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ডা. রাজুকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে তদন্ত কমিটি গঠিত হয়। প্রতিবেদনের সার্বিক পর্যালোচনা শেষে স্থায়ী বহিষ্কারের পক্ষে মত দেয় এই কমিটি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©২০২৪ চাঁপাই এক্সপ্রেস ডটকম
Design By Raytahost
raytahost14