মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
ব্রেকিং
শিবগঞ্জে পাগলা নদীতে ডুবে শিশু আরিয়ানের মৃত্যু নাচোলে সড়ক দুর্ঘটনায় নিহত ১জন, আহত ৬জন শ্রীলংকায় রেফারী পরীক্ষায় চাঁপাইনবাবগঞ্জের আনুর সাফল্য শিবগঞ্জে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার নাচোলে ডোবা থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করলো স্বজনরা গোমস্তাপুরে ছেলে নিখোঁজ ১৩ দিন হলেও এখনো মিলেনি খোঁজ বাবা মায়ের আর্তনাদ চাঁপাইনবাবগঞ্জে ক্রমাগত বাড়ছে ডায়রিয়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৯ জন চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রকট আকার ধারণ করেছে ডেঙ্গু নতুন আক্রান্ত ২৩ জন

রাবি চিকিৎসক যৌন হয়রানির দায়ে চাকরিচ্যুত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা কেন্দ্রের উপপ্রধান ডা. রাজু আহমেদ কিশোরীকে যৌন হয়রানি করার দায়ে স্থায়ীভাবে চাকরিচ্যুত হয়েছেন। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ৫৩১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।

নাম প্রকাশ না করার শর্তে এক সিন্ডিকেট সদস্য তথ্যটি নিশ্চিত করে বলেন, যৌন হয়রানির অভিযোগে ডা. রাজুর বিরুদ্ধে তদন্ত হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে, গত ৩০ অক্টোবর রাতে নগরীর তালাইমারীর আমেনা ক্লিনিকে দাঁতের চিকিৎসাকালে ডা. রাজুর বিরুদ্ধে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ উঠে। ঘটনাস্থলেই ভুক্তভোগীর মা ও স্থানীয়রা তাকে মারধর করে। সেদিনই নগরীর বোয়ালিয়া থানায় তার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর মা (বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা)।

এ ঘটনায় ডা. রাজুর স্থায়ী বহিষ্কার ও গ্রেফতারের দাবিতে ক্যাম্পাসে কয়েকদফা আন্দোলন হয়। পূর্বেও তার কাছে এমন হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলেন শিক্ষক-শিক্ষার্থীরা। ফলে গতবছর ৫ নভেম্বর তাকে সাময়িক বহিষ্কার করা হয় এবং অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন ও নিপীড়ন নিরোধ সেল। জানুয়ারিতে এ মামলায় জেলেও যান ডা. রাজু।

এদিকে তদন্তে অভিযোগের সত্যতা পান কমিটি। ফলে অভিযুক্তকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেন তারা। গত ১৩ ফেব্রুয়ারী অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ডা. রাজুকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে তদন্ত কমিটি গঠিত হয়। প্রতিবেদনের সার্বিক পর্যালোচনা শেষে স্থায়ী বহিষ্কারের পক্ষে মত দেয় এই কমিটি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14