প্রদীপ কুমার রায়, দিনাজপুর : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর নারী ও কন্যা শিশুদের মানবাধিকার এবং সামাজিক অংশগ্রহণ জোরদারকরণ সুচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (১০ জুন) বিকেল ৩ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মানব কল্যাণ পরিষদ-এমকেপি এর আয়োজনে “ষ্টেনদেনিং দি হিউম্যান রাইটস এন্ড স্যোসাল পারটিশিপেশন অফ মারজিনালাইজড গ্রুপস ইন বাংলাদেশ উইথ স্পেসিফিক ফোকাস অন উইমেন এন্ড গার্লস-হোপ” প্রকল্প এর উদ্যোগে দাতা সংস্থা নেটস বাংলাদেশের সহযোগিতায় প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোছাঃ জোহরা সুলতানা।
মানব কল্যাণ পরিষদ-এমকেপি এর প্রকল্প ব্যবস্থাপক রাশেদুল আলমের সভাপতিত্বে এসময়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলে এলাহী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ হামিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা খানম, তথ্য কর্মকর্তা হাসিনা বানু, প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারি মনজুরুল তারিক, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আশুতোষ রায়, রণজীদ বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের টেকনিক্যাল অফিসার লিলিমা মন্ডল।
সভায় প্রকল্পের হিসাব কর্মকর্তা দিনা সরকার, স্কুল সহায়ক পারভীন বানু, সেকেন্দার আলী, প্রতিমা রানী বর্মণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, ইউপি সচিব, বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ, তরুণ-তরুণী, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply