মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন

ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

  • আপডেটের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪

এক্সপ্রেস ডেস্ক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকচাপায় রবিউল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক ও সহযোগীসহ তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার (২৬ জুন) সকালে শায়েস্তাগঞ্জ থানার পাশে ঢাকা-সিলেট মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।

আটক তিনজন হলেন, চাপাইনবাগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চাকপাড়া গ্রামের কামাল মিয়া, সহযোগী একই গ্রামের রমজান মিয়া ও মনিরুল ইসলাম।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল আলম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার থানার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ কনস্টেবল রবিউলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

তিনি বলেন, খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় ট্রাকচালক ও সহযোগীসহ তিনজনকে আটক করা হয়েছে। আটকদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14