বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে হেরোইনের মামলায় এক যুবকের যাবজ্জীবন বাড়ি বাড়ি গিয়ে ভিজিএফের তালিকা যাচাই-বাছাই করছেন ইউএনও চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে স্বরণকালের সর্বশ্রেষ্ঠ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে কলেজ শিক্ষক ও বিএনপি নেতার নগ্ন ভিডিও ভাইরাল, অপসারণ ও শাস্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১ শিবগঞ্জে ধর্ষণের শিকার প্রতিবন্ধী শিশু আটক ৩ চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সংবর্ধনা ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ’র গণ শুনানি অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ফেন্সিডিল সহ আটক ১জন শিবির নেতা আসাদুল্লাহ তুহিন হত্যা মামলায় তিনজনের জামিন নামঞ্জুর

শিবগঞ্জে বিল দখল ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেটের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : শিবগঞ্জ উপজেলার মোনাকষা ইউনিয়নের কুমিরাদহ বিল দখল ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ আগস্ট) সকাল ১১ঘটিকায় উপজেলার মোনাকষা ইউনিয়নের কুমিরাদহ বিলে ৫০০ মৎস্য জীবির ব্যানারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিলের ইজারাদার আলফাজ উদ্দিন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৩১ জুলাই ২০২৪ ইং তারিখে সকাল এগারোটায় কাইয়ুম রেজা চৌধুরীর ও তার মেয়ে সাবেক এমপি জারা জাবীন মাহবুবের বিরুদ্ধে সাংবাদ সম্মেলন করি। সংবাদ সম্মেলনের পর থেকে আমাকে ও আমার শেয়ারদার গণের প্রাণ নাশের হুমকি ধামকি দিয়ে আসছেন। গত ৩১ জুলাই সংবাদ সম্মেলনের রাতে আমাকে হত্যার উদ্দেশ্যে কাইয়ুম রেজা চৌধুরী ও তার মেয়ে সাবেক এমপি জারা জাবীন মাহবুবের হুকুমে তার লোকজন পথরোধ করে মারধর করেন। আমার চিৎকার চেঁচামেচিতে এলাকার লোকজন উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, নিয়ম মাফিক চৌধুরী ইসমাইল সাজ্জাদ জোয়াদ ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লী সাবেক এমপি জারা জাবীন মাহবুবের বাবা কাইয়ুম রেজা চৌধুরীর নিকট থেকে ০১ মার্চ ২০২৩ হতে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কুমিরাদহ বিল ইজারা নেওয়া হয়েছে। ইজারা নেওয়া থাকলেও জারা তার লোকজনের মাধ্যমে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে।

তিনি আরও বলেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জারা জাবীন মাহবুব নিজে উপস্থিত থেকে বিলের ধারে থাকা মাছের খাবার ও বিভিন্ন সরঞ্জাম লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। এছাড়াও একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এমপি জারা। এ নিয়ে প্রায় ৫০০ মৎস্যজীবী পরিবার বিনিয়োগ করা আড়াই কোটি টাকা হারানোর আশঙ্কায় রয়েছে। তিনি জানান থানায় লিখিত অভিযোগ করলেও তা তদন্ত হচ্ছে না। এ নিয়ে বিভিন্ন হুমকি-ধামকিতে বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছে মৎস্যজীবীরা।

এসময় তিনি বলেন, জনগণের মাধ্যমে জানতে পারি আমাকে ও আমার মৎস্যজীবী দের হত্যা করার জন্য বিশ লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা করেছেন কাইয়ুম রেজা চৌধুরী ও তার মেয়ে সাবেক এমপি জারা জাবীন মাহবুব। এ বিষয়ে সাবেক সংসদ সদস্য জারা জাবীন মাহবুবের সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেলেও তিনি ফোন রিসিভ করেননি।

এবিষয়ে শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14