এক্সপ্রেস নিউজ ডেস্ক : বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন দেশের সুনামধন্য মিডিয়া প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে দুবৃর্ত্তদের হামলা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) বেলা ২টায় ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপে দুবৃর্ত্তরা হামলা চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে। দুবৃর্ত্তদের একটি দল বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের ভবনে জোরপূর্বক ঢুকে হকিস্টিক ও লাঠিসোঁটা নিয়ে আক্রমণ চালিয়ে ব্যপক ক্ষতিসাধন করে। এই হামলায় টেবিল, কম্পিউটার, এসিসহ অন্যান্য জিনিসপত্রের ব্যাপক ক্ষতিসাধিত হয়।
মিডিয়া গ্রুপের ভবনে অন্তর্ভুক্ত বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান, বাংলা নিউজ ২৪, নিউজ ২৪ চ্যানেল, টি-স্পোর্টস ও ক্যাপিটাল এফএম রেডিওর কার্যক্রমও হামলা চলে।
চাঁপাই এক্সপ্রেস/আ
Leave a Reply