ডেস্ক নিউজ : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ গণপিটুনিতে নিহত হয়েছেন।
রবিবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুল্লাহ আল মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে স্টোর অফিসার পদে কর্মরত ছিলেন।
তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। গত ৩ সেপ্টেম্বর একটি কন্যাসন্তানের বাবা হন। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১০টার দিকে বাড়ি থেকে ঔষধ কেনার জন্য এলে গণপিটুনির শিকার হন আব্দুল্লাহ আল মাসুদ। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমত শিক্ষার্থীদের একটি দল মতিহার থানায় নিয়ে যায়। পরবর্তীতে তাকে সেখান থেকে নেওয়া হয় বোয়ালিয়া থানায়। এরপর শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত ১২টার দিকে তার মৃত্যু হয় তার।
এআরও
Leave a Reply