আরাফাত হোসেন, শিবগঞ্জ : বিনোদপুর কলেজ অডিটোরিয়ামে ‘শিক্ষার মানোন্নয়নে অভিভাবকের ভূমিকা শীর্ষক’ বিনোদপুর কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. আফতাবুজ্জামান-আল-ইমরান, উপজেলা নির্বাহী অফিসার; শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। সভাপতিত্ব করেন, মুহা: সেফাউর রহমান, অধ্যক্ষ; বিনোদপুর কলেজ, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ মুরশিদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার; শিবগঞ্জ উপজেলা, উপাধ্যক্ষ, প্রভাষক, সহ: অধ্যাপক, প্রদর্শক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক বৃন্দ, প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন বিভাগে অধ্যায়রত শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে আফতাবুজ্জামান বলেন, শিক্ষার মানোন্নয়নে অভিভাবকের ভূমিকা অপরিসীম ও অতুলনীয়। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষা উপবৃত্তি, বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম ও নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে; সরকার। পথশিশু, অটিজম ও গরিব শিক্ষার্থীদের বিভিন্নভাবে প্রশিক্ষণ প্রদান করছেন যা আমরা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে সচেষ্ট ভাবে কাজ করছি।
সভাপতিত্বের বক্তব্যে সেফাউর রহমান বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড তাই শিক্ষা ব্যবস্থাকে ত্বরান্বিত করতে অভিভাবকদের ভূমিকা অনেক। তাই আমরা অভিভাবকদের কাছে অনুরোধ করেছি শিক্ষা প্রতিষ্ঠান মুখী করতে হবে সন্তানদের।
চাঁপাই এক্সপ্রেস/এঅ
Leave a Reply