শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন ০২ নং শাহবাজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের পদ থেকে তিন (০৩) জন প্যানেল চেয়ারম্যান ব্যক্তিগত সমস্যা দেখিয়ে পদত্যাগ করেছেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) চেয়ারম্যান ০২ নং শাহাবাজপুর ইউনিয়ন পরিষদ শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ বরাবর চেয়ারম্যান প্যানেল-১,২ ও ৩ পদ হতে আলাদা আলাদা তিনটি পত্র যোগে অব্যহতি চেয়ে পদত্যাগ করেন।
পদত্যাগের আলাদা আলাদা তিনটি পত্র পেয়েছেন বলে জানান মোহাম্মদ নিজামুল হক (রানা), চেয়ারম্যান, ০২ নং শাহবাজপুর ইউনিয়ন পরিষদ।
তিনি বলেন, প্যানেল চেয়ারম্যান ১,২ ও ৩ শাহাবাজপুর ইউনিয়ন পরিষদে বর্তমানে তাহাদের ব্যক্তিগত কারণে প্যানেল চেয়ারম্যান এর দায়িত্ব পালনে অসম্মতি প্রকাশ করে এবং চেয়ারম্যান প্যানেল থেকে অব্যহতি প্রদানের জন্য আবেদন করেছেন। পদত্যাগপত্র গ্রহণ পরবর্তী কার্যক্রম আইন/বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাঁপাই এক্সপ্রেস/এসও
Leave a Reply