অনলাইন ডেস্ক : আর মাত্র কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হতে যাচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন। সেখানে একত্র হবে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা, যেখানে রাজনৈতিক সংকট, বিশ্ব অস্থিরতা, অর্থনৈতিক মন্দার নানা বিষয়ের সমাধানে চলবে বাগ্ বিতণ্ডা। আলোচনা হতে পারে গাজা ও ইউক্রেন যুদ্ধের মতো চলমান যুদ্ধগুলো নিয়ে।
এমন পরিস্থিতিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিচ্ছেন। তবে সোমবারই জাতিসংঘে ভাষণ দেবেন না তিনি।
জানা যায়, শুক্রবার ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের ৭৯তম অধিবেশনে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করবেন ড. ইউনূস।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জো বাইডেন আর ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকটি বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বৈঠকে বাংলাদেশের নানান সমস্যার সমাধানের পথ বের হতে পারে।
মূল অধিবেশনের আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়েছে। সেখানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও দুজনের মধ্যে কথা হয়েছে।
চাঁপাই এক্সপ্রেস/অএও
Leave a Reply