চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেছেন, দুষ্কৃতকারীরা যদি প্ল্যান করে পূজা উপলক্ষ্যে একটা ঘটনা ঘটানোর চেষ্টা করে, তাদের ম্যাসেজ দিতে চাই যে, আমরা তাদের কঠোর হস্তে দমন করব এবং সর্বোচ্চ আইনের শাস্তি প্রদানের চেষ্টা করব।
বুধবার (২৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসককে সম্মেলন কক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বর্ডার এলাকা হওয়ার কারণে পূজা উপলক্ষ্যে বিপুল পরিমাণ মাদকদ্রব্য চোরাচালানের সম্ভাবনা থাকে। তাই আইনশৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে, সেজন্য মাদক ও অস্ত্র চোরাচালান দুই দিকেই বিশেষ নজর দেব। সেনাবাহিনী ও পুলিশসহ যৌথ বাহিনী মিলে আমরা যৌথ অভিযান পরিচালনা করব। এছাড়া, আমাদের বিজিবি কন্ট্রোল রুম থাকবে, যা দিনরাত ২৪ ঘণ্টা খোলা। যখনই সাহায্য চাইবেন, আমরা বিজিবি তখনই সাহায্য করার জন্য প্রস্তত থাকব।
বর্তমান প্রেক্ষাপট নিয়ে তিনি আরও বলেন, গত বছরের পূজার প্রেক্ষাপট আর এ বছরের পূজার প্রেক্ষাপট ভিন্ন। ৫ আগস্টের পরে দেশের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলার অবনতি ঘটেছিল। তবে চাঁপাইনবাবগঞ্জ জেলায় অন্যান্য জেলার চাইতে কম অবনতি হয়েছিল। চাঁপাইনবাবগঞ্জ জেলা সীমান্তবর্তী হওয়ার কারণে এই জেলায় দুইটি বিজিবি ব্যাটালিয়ন কাজ করে। সেজন্য সীমান্তবর্তী এলাকাসহ অন্যান্য জায়গায় আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক ভূমিকা রাখে। ৫ আগস্টের পরে সীমান্তবর্তী এলাকায় হিন্দুর সম্প্রদায়সহ বিভিন্ন পর্যায়ের নিরাপত্তার জন্য কাজ করছি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদের সভাপতিত্বে বিশেষ সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. রেজাউল করিম, চাঁপাইনবাবগঞ্জ আর্মির ক্যাম্প কমান্ডার মেজর মহিউদ্দিন, র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ কোম্পানির অধিনায়ক স্কোয়াড্রন লিডার মারুফ হোসেন খাঁন, জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন, জেলা তথ্য অফিসার আব্দুল আহাদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ ও সাধারণত সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জী, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক তরুণ সাহা, পৌর শাখার সভাপতি অপূর্ব সাহা, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ রায় ও পৌর শাখার সভাপতি সঞ্জয় ঘোষসহ অনেকে।
ঢাকা পোস্ট/আশিক আলী
Leave a Reply