শিবগঞ্জ প্রতিনিধি : শিবগঞ্জে আবদুল খালেক (৭০) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার দুর্লভপুর ইউনিয়নের পিয়ালিমারী গ্রামের মৃত আরজেদ আলীর ছেলে।
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের পিয়ালিমারী পাট কাইটা ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরের খাবারের পর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আবদুল খালেক। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি শুরু করে পরিবারের সদস্যরা। এক পর্যায়ে সকালে বাড়ির পার্শ্ববর্তী পিয়ালিমারী পাট কাইটা ঘাটে তার মরদেহ ভাসতে দেখে থানা পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল নিহতের মরদেহ উদ্ধার করে।
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আরমান হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Leave a Reply