আরাফাত হোসেন, শিবগঞ্জ : শিবগঞ্জ উপজেলাধীন উজিরপুর ইউনিয়ন পরিষদে বন্যা কবলিত ইউনিয়নসমূহের পরিবারের মাঝে সরকারীভাবে বরাদ্দকৃত জিআর (চাল) হতে চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন।
আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, মোঃ দুরুল হোদা, চেয়ারম্যান উজিরপুর ইউনিয়ন পরিষদ।
দুরুল হোদা জানান, হঠাৎ পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চল কিছু কিছু যায়গায় প্লাবিত হয়েছে। তাই জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার চারটি ইউনিয়ন (পাকা, উজিরপুর, মনাকষা, দুর্লভপুর) পরিষদের মাধ্যমে প্লাবিত এলাকাসমূহের জন্য সরকারীভাবে বরাদ্দকৃত চাউল বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ (৩০০+ টি) তিন শতাধিক পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ত্রাণ সামগ্রী চাউল বিতরণ করা হয়েছে। আরো ১ হাজার ৭শ’ পরিবারকে চারটি ইউনিয়ন পরিষদের আওতায় আজ বিতরণ করা হয়েছে।
Leave a Reply