ইসমাইল : শিবগঞ্জ উপজেলার ফতেপুর সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা।
আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে এই অভিযান পরিচালনা করে ৫৩ বিজিবি। অভিযানে ১টি বিদেশী পিস্তল, ৭ রাইন্ড গুলি ও ৪৩ বোতল মদ উদ্ধার করে বিজিবি। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত গভীর রাত পৌণে ৩টায় বৃহস্পতিবার ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ফতেপুর বিওপির একটি বিশেষ টহল দল জেলার শিবগঞ্জ উপজেলার ফতেপুর সীমান্তবর্তী দূর্লভপুর ইউনিয়নের কুকরিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।
এ সময় সীমান্ত পিলার ১০/২-এস এর নিকট দিয়ে দুই জন ব্যক্তি একটি বস্তা নিয়ে ভারত হতে বাংলাদেশে প্রবেশকালে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে অন্ধকারের মধ্যে কাঁটাতার বিহীন অংশ দিয়ে ভারতের অভ্যন্তরে দৌড়ে পালিয়ে যায়। পরে বিজিবি টহল দল ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ১টি বিদেশী পিস্তল, ৭ রাইন্ড গুলি ও ৪৩ বোতল মদ উদ্ধার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. মনির-উজ-জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আসন্ন শারদীয় দূর্গাপূজা নির্বিঘে পালন উপলক্ষে যেন আইন শৃংখলা পরিস্থিতির কোন প্রকার অবনতি না ঘটে সেজন্য যে কোন প্রকার অরাজকতা মোকাবেলায় বিজিবি বিশেষভাবে তৎপর রয়েছে।
আর তাই অস্ত্র ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দূর্বৃত্তদের দ্বারা জনমনে ত্রাস সৃষ্টি করার অপচেষ্ঠাকে প্রতিরোধ করতে বিজিবির এমন তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
চাঁপাই এক্সপ্রেস/ইএস
Leave a Reply