নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে স্বর্ণের বার সহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৫৯বিজিবি রহনপুর ব্যাটালিয়নের সদস্য’রা।
গোপন সংবাদের ভিক্তিতে জানা যায় যে, অদ্য বৃহস্পতিবার (৩ অক্টোবর) সোনামসজিদ আইসিপি দিয়ে স্বর্ণ পাচারের সম্ভাবনা রয়েছে।
এপ্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর পরিকল্পনা ও নির্দেশনায় সোনামসজিদ আইসিপিতে কর্মরত বিজিবি সদস্য ও কাস্টমস সদস্য কর্তৃক অধিক সতকর্তার সাথে বাংলাদেশ হতে ভারতে গমনকৃত পাসপোর্টধারী যাত্রী তল্লাশীর কার্যক্রম পরিচালনা করে।
এক পর্যায়ে বাংলাদেশী নাগরিক (পাসপোর্ট নম্বর-EG0785687) মোঃ আজিম খান, পিতা-মৃত সামছুল হক খান, গ্রাম-শেকরনগর, পোষ্ট-শেকরনগর, থানা- সিরাজদীখান এবং জেলা- মুন্সিগঞ্জকে চোরাচালানের উদ্দেশ্যে ১১৬.৫৪ গ্রাম স্বর্ণ (২৪ ক্যারেট) ভারতে পাচারের সময় আটক করা হয়।
আটককৃত স্বর্ণ জুয়েলারী সমিতি, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক পরীক্ষা করে এর সত্যতা নিশ্চিত করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য-১৩,০০,০০০/- (তের লক্ষ) টাকা। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের মামলা করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
চাঁপাই এক্সপ্রেস/এসই
Leave a Reply