চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকলীগের সাবেক সহ-সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক আব্দুল হাকিমকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
তিনি জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ছিলেন।
বুধবার (১৬ অক্টোবর) শহরের একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি এসএম জাকারিয়া। চাঁদাবাজিসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এছাড়াও ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগ সরকারের সময় অবৈধভাবে বালু উত্তোলন ও জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
লালমনিরহাটে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতাসহ ৩ জনের যাবজ্জীবন সম্প্রতি তার অপকর্মের ফিরিস্তি তুলে ধরে সেনাবাহিনীসহ বিভিন্ন দফতরে অভিযোগপত্র দিয়েছিল তার এলাকার লোকজন।
এদিকে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পট পরিবর্তনের পর আব্দুল হাকিম কিছুদিন আত্মগোপনে চলে যাওরার পর সম্প্রতি এলাকায় ফিরে আসেন তিনি।
চাঁপাই এক্সপ্রেস/এজেও
Leave a Reply