শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন
ব্রেকিং
নির্বাচন ইস্যুতে দেশে রাজনীতির হাওয়া গরম গোমস্তাপুরে পতিতা ব্যবসার অভিযোগে বসতবাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চাঁপাইনবাবগঞ্জে তালাবদ্ধ বাড়ি থেকে মধ্যবয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি চাঁপাইনবাবগঞ্জে নার্সিং ইন্সষ্টিটিউটে খাবার মেলা ছয় দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি শিবগঞ্জে গাছ চাপায় এক শ্রমিকের মৃত্যু আজ পহেলা বৈশাখ, স্বাগত ১৪৩২ গোমস্তাপুরে এক দিনে দুইটি মোটরসাইকেল চুরি আইনশৃঙ্খলার অবনতি কিনা? চাঁপাইনবাবগঞ্জ থেকে ১ লাখ ২০ হাজার টন আম কিনবে চীন

রানার প্রেমের টানে সীমান্ত পাড়ি দিয়ে চাঁপাইনবাবগঞ্জে শাবনূর

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

সদর প্রতিনিধি : বাংলাদেশি যুবক মাসুদ রানার প্রেমের টানে সীমান্ত পাড়ি দিয়ে চাঁপাইনবাবগঞ্জ এসেছেন ভারতীয় গৃহবধূ শাবনূর খাতুন (১৭)। প্রায় ৪০ দিন আগে বাংলাদেশে এসে মাসুদ রানার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।

শাবনূর ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার মান্দাপাড়া এলাকার ইসমাইল হকের স্ত্রী।

জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে ভারত থেকে দিনাজপুর সীমান্ত পেরিয়ে চাঁপাইনবাবগঞ্জে আসেন শাবনূর।

প্রায় ৪০ দিন আগে এখানে এসে যুবক মাসুদ রানার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার করছেন তিনি। স্থানীয় ব্যক্তি আলম জানান, আট বছর আগে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোঠাপাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে মাসুদ অনুপ্রবেশ করে ভারতে যান রাজমিস্ত্রীর কাজ করতে।

সেখানে শাবনূরের শ্বশুর বাড়িতে ভাড়া বাসায় থাকতেন তিনি। তাদের সহযোগিতায় ভারতে চলাফেরার জন্য বানিয়েছিলেন অবৈধ আধার কার্ড।

এরই এক পর্যায়ে শাবনূরের সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মাসুদের। বিষয়টি শাবনুরের স্বামী ইসমাইল জানতে পেরে ভাড়াটিয়া মাসুদকে বাড়ি থেকে বের করে দেন। এরপর বিএসএফ ও বিজিবির চোখ ফাঁকি দিয়ে দিনাজপুর সীমান্ত পার হয়ে গৃহবধূ শাবনূরকে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসেন মাসুদ। বাংলাদেশে এসে নাম পরিবর্তন করে বিয়েও করেন তারা।

নাম না প্রকাশ করার শর্তে স্থানীয়দের একটি অংশ জানায়, চলতি বছরের ১৪ অক্টোবর সোমবার স্ত্রীকে ফিরে পেতে ভারতে জিডি করেছেন শাবনূরের ভারতীয় স্বামী ইসমাইল হক। তার দাবি, প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে তার স্ত্রীকে বাংলাদেশে এনেছেন মাসুদ। আটকে রেখে নির্যাতন করছেন তার স্ত্রীকে। এমনকি শাবনূর ভারতে ফিরে আসতে চাইলেও কারও সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। এমন অবস্থায় স্ত্রীকে ফিরে পেতে আকুল আকুতি ইসমাইলের।

তবে বিষয়টি জানতে মাসুদ ও শাবনূরের বাড়িতে গিয়ে কথা বলার চেষ্টা করলে তারা কোনো কথা বলতে রাজি হননি। এমনকি মাসুদের স্বজনরাও কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. নাসিম বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ৫৩-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান বলেন, অবৈধভাবে ভারতের কোনো নাগরিকের থাকার সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চাঁপাই এক্সপ্রেস/এপি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14