চাঁপাইনবাবগঞ্জ : ২০২৪ জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০ টায় শহরের সাটু হল অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন আব্দুস সামাদ।
সভার শুরুতে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন এবং এবং অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় প্রধান অতিথি বক্তব্যে আব্দুস সামাদ বলেন, এই নতুন বাংলাদেশ গড়ার কারিগর হচ্ছে এই ছাত্র ভাইয়েরা। আমারা যারা দায়িত্বে আছি তাদের কাজ হবে এই বাংলাদেশকে বৈষম্য মুক্ত করা। আমরা সকলকে এক সাথে নিয়ে এই দেশকে আগিয়ে নিতে চায়
স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার রেজাউল করিম, চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন ড. এসএম মামুনুর রশীদ, জেলা পরিষদের সিইও আফাজ উদ্দিন, স্থানীয় সরকার অধিদপ্তরের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও, কৃষি অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় প্রক্টর মোঃ মাজহারুল ইসলাম।
এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, আহত ও শহিদ পরিবারের সদস্য ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলার আহ্বায়ক আব্দুর রহিম বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে যারা ওতপ্রোতভাবে জড়িত ছিলো তাদের বিচারের আওতায় আনতে হবে এবং সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি। অভ্যুত্থানের পরে যে বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশকে আমরা সবাই মিলে বৈষম্যহীন করে গড়ে তুলতে চায়।
স্মরণ সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া সমন্বয়ক ও আহত শিক্ষার্থীরা, আন্দোলনের সময়কার পরিস্থিতি ও বর্তমানে আহতদের শারীরিক ও সামাজিক পরিস্থিতির বিবরণ তুলে ধরেন।
চাঁপাই এক্সপ্রেস/ওএ
Leave a Reply